টেক্সটাইলে কমলেও স্কয়ার ফার্মার মুনাফায় প্রবৃদ্ধি

Date: 2022-11-14 16:00:21
টেক্সটাইলে কমলেও স্কয়ার ফার্মার মুনাফায় প্রবৃদ্ধি
স্কয়ার গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি স্কয়ার টেক্সটাইলস লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) প্রকাশ করেছে আজ সোমবার। এতে দেখা যায় স্কয়ার টেক্সটাইলসের নিট মুনাফা কমলেও ফার্মার মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। যদিও দুই কোম্পানিতেই উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিক্রি ও ডিস্ট্রিবিউশন ব্যয় বেড়েছে। কোম্পানি দুটির পৃথক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে স্কয়ার টেক্সটাইলসের বিক্রি বাবদ আয় বাড়লেও নিট মুনাফা কমেছে উল্লেখযোগ্য হারে। এসময়ে কোম্পানিটির সমন্বিত নিট আয় হয়েছে ৩৯৪ কোটি ৭৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮৩ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট আয় বেড়েছে ১১ কোটি ৩৫ লাখ টাকা বা ২ দশমিক ৯৬ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৭ কোটি ৬২ লাখ টাকা। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪৫ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৭ কোটি ৭৮ লাখ টাকা বা ১৭ দশমিক ১৪ শতাংশ।প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩০ পয়সা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫৩ পয়সায়।অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয় ও মুনাফা দুটোই বেড়েছে। এ সময়ে কোম্পানিটির সমন্বিত নিট আয় হয়েছে ১ হাজার ৮৮১ কোটি ৩২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৭৪১ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট আয় বেড়েছে ১৩৯ কোটি ৫৭ লাখ টাকা বা ৮ দশমিক শূন্য ১ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৫৫০ কোটি ২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯৯ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫০ কোটি ৩৬ লাখ টাকা বা ১০ দশমিক শূন্য ৮ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬ টাকা ২০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৬৪ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২২ টাকা ৮৪ পয়সায়।

Share this news