তদন্তের খবরে আরও বেপরোয়া এমারেন্ড ওয়েল!

Date: 2023-05-07 05:00:27
তদন্তের খবরে আরও বেপরোয়া এমারেন্ড ওয়েল!
গত ২ এপ্রিল এমারেল্ড অয়েলের শেয়ারদর ছিল ৩০ টাকা ৮০ পয়সা। আজ রোববার (০৭ মে) শেয়ারটির দাম বেড়ে দাঁড়িয়েছে ৭১ টাকা ৯০ পয়সায়। মাত্র ২০ কর্মদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৪১ টাকা ১০ পয়সা বা ১৩৩.৪৪ শতাংশ।দীর্ঘদিন বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দিলেও কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার বিষয়টি তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।গত বুধবার (০৩ মে) শেষ কর্মদিবসে শেয়ারটির অস্বাভাবিক দর বৃদ্ধির তদন্ত করার নির্দেশ দেয়ার পর আজ শেয়ারটির দাম আরও বেড়েছে উল্লেখযোগ্যহারে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারটির প্লেয়াররা বিএসসির তদন্ত করার নির্দেশকে কোনো রকম আমলেই নেয়নি। কারণ তারা জানে, এটি কেবল লোক দেখানো তদন্ত। এ তদন্তে কিছুই হবে না। হলেও ১০-২০ লাখ জরিমানা হতে পারে। এতে কিছুই আসে যায় না। তারা শেয়ারটিতে মুনাফা তুলবে কোটি কোটি টাকা। সেখান থেকে ১০-২০ লাখ জরিমানা দিলে কেনো ক্ষতিই হবে না।পর্যালোচনায় দেখা গেছে, গত ২ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারদর ছিল ৩০ টাকা ৮০ পয়সা। আজ ০৩ মে (বুধবার) লেনদেন শেষে প্রতিটি শেয়ারদর দাঁড়িয়েছে ৭১ টাকা ৯০ পয়সায়।কোম্পানিটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করেছে বিএসইসি। যে কারণে ডিএসইকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দর বৃদ্ধির বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে।ধানের কুঁড়ার তেল উৎপাদনকারী কোম্পানিটি ২০১৭ সালে বন্ধ হয়ে গিয়েছিল। গত বছর উৎপাদনে ফেরার ঘোষণা এসেছে। এরপর ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে প্রথম বছরে শেয়ার প্রতি ৩৪ টাকার বেশি এবং পরের দুই বছর শেয়ার এক টাকার বেশি করে লোকসানের তথ্য প্রকাশ করেছে।ঈদের ছুটিতে যাওয়ার আগেও শেয়ারটি দর ছিল ৪০ টাকার ঘরে। ছুটি শেষে প্রথম দিনই যা কিছুটা কমেছিল। শেয়ার দর ৫০ টাকা ছাড়িয়ে যাওয়ার পরই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি একে অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করে তদন্ত করতে নির্দেশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জকে।কিন্তু বিএসইসির তদন্তের খবরে আজ শেয়ারটির দরে আরও তেজিভাব দেখা গেছে। শেয়ারটির প্লেয়াররা শেয়ারটির লেনদেন নিয়ে আজ আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। বিএসইসির তদন্তের নির্দেশকে তারা কোনো তোয়াক্কাই করেনি।

Share this news