তারিকের ফাঁদে পা দেয়নি ডিএসই

Date: 2022-09-19 23:22:15
তারিকের ফাঁদে পা দেয়নি ডিএসই
পদত্যাগের নাটক সাজিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে চাপে ফেলতে চেয়েছিলেন ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া। যে চাপে ডিএসইকে শর্ত জুড়ে দিয়ে ফিরতে চেয়েছিলেন। কিন্তু ডিএসইর পর্ষদ তার সেই ফাঁদে পা দেয়নি। আর এতেই নিজের ফাঁদে পড়ে চাকরিতে ফেরার সুযোগ বন্ধ হয়ে গেছে তারিকের।বৈশ্বিক অর্থনীতির মন্দার মধ্যে একসঙ্গে প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতির মতো বিনা বাধায় সব ধরনের খামখেয়ালি সিদ্ধান্ত নেওয়ার জন্য পদত্যাগের নাটক বানান তারিক আমিন ভূঁইয়া। তার পদত্যাগের চিঠি দেওয়ার পরে ডিএসই তাকে ফিরিয়ে আনতে বাধ্য হবে বলে ধারনা করেছিলেন। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকেও অনৈতিকভাবে তাকে রাখতে ডিএসইকে চাপ দেওয়া হবে বলে ভেবেছিলেন। ফলে পদত্যাগের নাটক সাজিয়ে যা যা শর্ত আছে, তা দিয়ে আবার ফিরতে চেয়েছিলেন। কিন্তু ডিএসই আর তাকে চায় না।তাইতো এখন নিজেই আবার ডিএসইতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন তারিক আমিন ভূঁইয়া। দেশের প্রধান শেয়ারবাজারের মতো একটি প্রতিষ্ঠানের এমডি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ এবং আবার নিজেই ফিরে আসতে চাওয়ায় তার ব্যক্তিত্ব নিয়েও উঠে প্রশ্ন। পদত্যাগ করে নিজেই ফিরে আসতে চাওয়া কোন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ হতে পারে না, এটা সাধারন মানুষও বুঝে।অসমাপ্ত কাজগুলো শেষ করার লক্ষ্যে তিনি দায়িত্বে ফিরতে চান বলে জানান। সেই সঙ্গে এটাও বলেছেন যে, এমডির যে ক্ষমতা সেটি যেন তিনি প্রয়োগ করতে পারেন, তার নিশ্চয়তা দিতে হবে। তারিক সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম, কমিশনার শামসুদ্দিন আহমেদ ও ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের কাছে এ বিষয়ে চিঠি লিখেন।ডিএসইর এক উর্ধ্বতন কর্মকর্তা বিজনেস আওয়ারকে বলেন, তিনি চেয়েছিলেন পদত্যাগের চিঠির মাধ্যমে ডিএসইকে চাপে ফেলবেন। তিনি ডিএসইর জন্য নিজেকে অনস্বীকার্য মনে করেছিলেন। এছাড়া বিএসইসির উপর লেভেলে ব্যক্তিগত সম্পর্ক থাকায়, ওখান থেকেও ডিএসইকে চাপ দেওয়া হবে বলে ভেবেছিলেন। ফলে ডিএসই পদত্যাগ পত্র গ্রহণ করবে না এবং তাকে রেখে দিতে বাধ্য হবে। এই সুযোগে তিনি সব ধরনের শর্ত জুড়ে দেবেন।কিন্তু তা আর হয়নি। বরং ডিএসই তাকে কার্যকর মনে করেনি। অনেকটা তিনি পদত্যাগ করায় খুশি হয়েছে। যাতে পদত্যাগ পত্র দেওয়ার তিন দিনের মাথায় বিনা সংকোচে তা গ্রহণ করে ডিএসইর পর্ষদ। ফলে এখন তার আর ফেরার সুযোগ নেই।তারিক আমিন ভূঁইয়া পদত্যাগের কারণ হিসেবে, ডিএসইতে যেভাবে কাজ করতে চাচ্ছেন, সেইভাবে পারছেন না বলে জানিয়েছিলেন। এ কারণে তিনি পদত্যাগ করা উচিত বলে মনে করেছেন।

Share this news