টানা তিন কার্যদিবস আগ্রহের শীর্ষে পাট খাত

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে উত্থানের মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। তবে গতকাল ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। গতকাল সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল পাট খাত। এ নিয়ে চলতি সপ্তাহে টানা তিন কার্যদিবস বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে রয়েছে খাতটি। এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার ৭ দশমিক ৪২ শতাংশ ও তার পরের কার্যদিবস বুধবার ৫ দশমিক ৯০ শতাংশ শেয়ার দর বেড়ে আগ্রহের শীর্ষে ছিল পাট খাত। এরপর বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল ভ্রমন ও অবসর খাত। গতকাল আগ্রহের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল যথাক্রমে আইটি খাত ও সেবা খাত।পুঁজিবাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে, গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা পাট খাতের শেয়ার দর বেড়েছে ৭ শতাংশ। এদিন খাতটিতে তিনটি কোম্পানির লেনদেন হয়েছে। তিনটি কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। দ্বিতীয় স্থানে থাকা ভ্রমণ ও অবসর খাতের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৭০ শতাংশ। গতকাল ভ্রমণ ও অবসর খাতে লেনদেন হওয়া ৪টি কোম্পানির মধ্যে ৩টির শেয়ারদর বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে আইটি খাত। এ খাতে শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ২০ শতাংশ। গতকাল এ খাতে লেনদেন হওয়া ১১টি কোম্পানির মধ্যে ৯টির শেয়ারদর বেড়েছে। ১ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর বেড়ে বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে চতুর্থ স্থানে ছিল সেবা খাত। গতকাল এ খাতে ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, এর মধ্যে ৩টির দাম বেড়েছে। অপরদিকে শেয়ারদর কমার তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে আর্থিক প্রতিষ্ঠানের। গতকাল আর্থিক প্রতিষ্ঠান খাতে শেয়ারদর কমেছে ৯ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে বস্ত্র খাত। এ খাতে শেয়ারদর কমেছে ৪ শতাংশ।এদিকে টাকার অঙ্কে লেনদেনর শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে। তার পরের স্থানে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। খাতটিতে ১৭ দশমিক ৯০ শতাংশ লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৭০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। ৬ দশমিক ৬০ শতাংশ লেনদেন করে চতুর্থ স্থানে রয়েছে বস্ত্র খাত।বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৬ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৪১টির। গতকাল ডিএসইতে ১ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬৫ কোটি টাকা কম।