টানা দুই প্রান্তিকের লোকসানে সিঙ্গার বাংলাদেশের ধস

Date: 2023-01-26 04:00:16
টানা দুই প্রান্তিকের লোকসানে সিঙ্গার বাংলাদেশের ধস
ম্বর’ ২২) ব্যবসায়ও লোকসান হয়েছে। যাতে করে কোম্পানিটির মুনাফা তলানিতে নেমে এসেছে। এতে করে কোম্পানিটির লভ্যাংশে ধস নেমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটির ২০২২ সালের ৬ মাসে (জানুয়ারি-জুলাই) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২.৩১ টাকা। যা ৩য় প্রান্তিকে ০.৮৫ টাকা লোকসানের মাধ্যমে ৯ মাসের ব্যবসায় (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) নেমে আসে ১.৪৬ টাকায়। যা চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) আরও ০.৭৩ টাকা লোকসানের মাধ্যমে সেটাও কমে ০.৭৩ টাকায় নেমে এসেছে।ডিএসইর ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুযায়ি, কোম্পানিটির ২০২২ সালের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছিল ০.৯১ টাকা। যা দ্বিতীয় প্রান্তিকে হয়েছিল ১.৪০ টাকা।কোম্পানিটির টানা দুই প্রান্তিকের লোকসানের কারনে আগের বছরের তুলনায় ২০২২ সালে মুনাফায় পতন হয়েছে। আগের বছরের ৫.২০ টাকার ইপিএস এ বছর কমে হয়েছে ০.৭৩ টাকা। অর্থাৎ ইপিএস কমেছে ৪.৪৭ টাকা বা ৮৫.৯৬ শতাংশ। একইসঙ্গে লভ্যাংশ একেবারেই তলানিতে নেমে এসেছে।কোম্পানিটির ২০২২ সালের অর্জিত ৭ কোটি ২৮ লাখ টাকার নিট মুনাফার বিপরীতে ১০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদেরকে ৯ কোটি ৯৭ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ২ কোটি ৬৯ লাখ টাকা বা ৩৭ শতাংশ রিজার্ভ থেকে দেওয়া হবে।উল্লেখ্য ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সিঙ্গার বাংলাদেশের বর্তমানে ৯৯ কোটি ৭০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৯১.৯০ টাকায়।

Share this news