টানা চার বছর ধরে নিট মুনাফা কমছে আর্গন ডেনিমসের

Date: 2023-04-24 17:00:40
টানা চার বছর ধরে নিট মুনাফা কমছে আর্গন ডেনিমসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড টানা চার বছরেরও বেশি সময় ধরে ব্যবসা খারাপ করছে। অবশ্য সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির রফতানি আয় কিছুটা বাড়লেও কর-পরবর্তী নিট মুনাফা ধারাবাহিকভাবে চার বছরই কমতে দেখা গেছে। এমনকি চলতি ২০২২-২৩ হিসাব বছরের সর্বশেষ সমাপ্ত তৃতীয় প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির রফতানি আয় কমার পাশাপাশি নিট মুনাফা কমেছে। আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০১৮-১৯ হিসাব বছর অর্গান ডেনিমসের রফতানি আয় হয়েছিল ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৩৮ কোটি ১৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৩৬ কোটি ৬৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৭ কোটি ৬৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১ কোটি ৩ লাখ টাকা বা ২ দশমিক ৭৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আগের হিসাব বছরেও একই হারে নগদ ও স্টক লভ্যাংশ পেয়েছিলেন শেয়ারহোল্ডাররা। পরের বছর অর্থাৎ ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির রফতানি আয় আগের হিসাব বছরের তুলনায় ৯ দশমিক ৬৬ শতাংশ কমে হয়েছে ৩১১ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসাবে টাকার অংকে এক বছরের ব্যবধানে কোম্পানিটির রফতানি আয় কমেছে ৩৩ কোটি ৩২ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ২৫ লাখ টাকা। এ মুনাফা এর আগের হিসাব বছরের তুলনায় ১৭ কোটি ৪১ লাখ টাকা বা ৪৭ দশমিক ৪৯ শতাংশ কম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন। আগের বছরের ধারাবাহিকতায় ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির রফতানি আয় কমেছে ৮ কোটি ২৯ লাখ টাকা বা ২ দশমিক ৬৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে রফতানি আয় হয় ৩০৩ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাব বছরে বিভিন্ন খরচ শেষে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৪০ লাখ টাকা। এ মুনাফা আগের হিসাব বছরের চেয়ে ৯ কোটি ৮৫ লাখ টাকা বা ৫১ দশমিক ১৮ শতাংশ কম। আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছেন। সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির রফতানি আয় ৫৪ দশমিক ৮৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৬৯ কোটি ৬০ লাখ টাকা। এ রফতানি আয় বাড়া সত্ত্বেও আলোচ্য হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ২ কোটি ২৩ লাখ টাকা বা ২৩ দশমিক ৭৮ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৭ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এদিকে সর্বশেষ সমাপ্ত প্রান্তিক অর্থাৎ চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকেও আর্গন ডেনিমসের রফতানি আয় কমার পাশাপাশি কর-পরবর্তী নিট মুনাফা কমেছে। এ সময়ে কোম্পানিটির রফতানি আয় হয়েছে ১২৯ কোটি ৮১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪০ কোটি ৯৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির রফতানি আয় কমেছে ১১ কোটি ১৬ লাখ টাকা বা ৭ দশমিক ৯১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৯৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ৬ কোটি ৫৪ লাখ টাকা নিট মুনাফা হয়েছিল। এক বছরের ব্যবধানে আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩ কোটি ৬০ লাখ টাকা বা ৫৫ দশমিক শূন্য ৩ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, মূলত এ সময়ে তাদের রফতানি বাবদ আয় কমে যাওয়ায় কর-পরবর্তী নিট মুনাফায়ও নেতিবাচক প্রভাব পড়েছে। ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩৮ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১২৭ কোটি ৫৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৬০৬। এর মধ্যে ৩৫ দশমিক ৭৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৪৬ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৩০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৮ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৬ টাকা ৮০ থেকে ২১ টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে।

Share this news