টানা ৩ বছর ব্যবসা কমছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের

Date: 2023-07-07 17:00:07
টানা ৩ বছর ব্যবসা কমছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবসার পরিধি টানা তিন বছরের বেশি সময় কমতে দেখা গেছে। ২০২০ হিসাব বছর থেকে কোম্পানিটির সুদ বাবদ আয় ধারাবাহিকভাবে কমছে। যদিও এ বছরগুলোয় গ্রাহকের আমানত ও কোম্পানির নেয়া ঋণের বিপরীতে কম হারে সুদ পরিশোধ করতে হয়েছে। পাশাপাশি বিনিয়োগ থেকে আয় কিছুটা বাড়ায় বছরগুলোয় কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। তবে চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সুদ বাবদ আয় কমার পাশাপাশি নিট মুনাফাও কমেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২০ হিসাব বছরে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সুদ বাবদ আয় হয়েছে ১৯১ কোটি টাকা, আগের হিসাব বছরে এ আয় ছিল ২০৫ কোটি ১৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সুদ বাবদ আয় কমেছে ৬ দশমিক ৯১ শতাংশ। সুদ বাবদ আয় কমার পাশাপাশি আলোচ্য হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির গ্রাহকের রাখা আমানত ও ঋণের বিপরীতে সুদ পরিশোধ কমেছে ৯ দশমিক ৫৮ শতাংশ। আলোচ্য হিসাব বছরে আমানত ও ঋণের বিপরীতে সুদ বাবদ কোম্পানির ১৩৪ কোটি ৩৭ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে। আগের হিসাব বছরে যেখানে এ সুদ পরিশোধ করতে হয়েছিল ১৪৮ কোটি ৬০ লাখ টাকা। ২০২০ হিসাব বছরে কোম্পানির বিনিয়োগ থেকে আয় হয়েছে ১৬ কোটি ২৩ লাখ টাকা। আগের হিসাব বছরে এ আয় ছিল ৪৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩২ কোটি ১৪ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ২৩ কোটি ৬৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩৫ দশমিক ৭২ শতাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আগের হিসাব বছরে যেখানে ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন বিনিয়োগকারীরা। ২০২০ হিসাব বছরের ধারাবাহিকতায় পরের বছর অর্থাৎ ২০২১ হিসাব বছরেও কোম্পানিটির সুদ বাবদ আয় কমার পাশাপাশি সুদ বাবদ পরিশোধ কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানির সুদ বাবদ আয় হয়েছে ১৬২ কোটি টাকা। এ আয় এর আগের হিসাব বছরের তুলনায় ১৫ দশমিক ১৮ শতাংশ কম। আলোচ্য হিসাব বছরে কোম্পানির গ্রাহকদের রাখা আমানত ও ঋণের বিপরীতে সুদ পরিশোধের হার কমেছে ২৭ দশমিক ৬৬ শতাংশ। এ হিসাব বছরে আমানত ও ঋণের বিপরীতে কোম্পানির ৯৭ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগ থেকে আয় কমেছে ৯ কোটি ৮৩ লাখ টাকা বা ৬০ দশমিক ৬১ শতাংশ। এ সময় বিনিয়োগ থেকে আয় এসেছে ৬ কোটি ৩৯ লাখ টাকা। ২০২১ হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ কোটি ১৩ লাখ টাকা। এ মুনাফা আগের হিসাব বছরের তুলনায় ১৮ দশমিক ৭০ শতাংশ কম। আলোচ্য হিসাব বছরে আগের হিসাব বছরের ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সর্বশেষ ২০২২ হিসাব বছরে এনবিএফআইটির সুদ বাবদ আয় আগের বছরের তুলনায় ১০ দশমিক ১১ শতাংশ কমে হয়েছে ১৪৫ কোটি ৬৩ লাখ টাকা। এ হিসাব বছরে আমানত ও ঋণের বিপরীতে সুদ হিসাবে কোম্পানির ৯১ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে, যা আগের হিসাব বছরের তুলনায় ৫ দশমিক ৫৬ শতাংশ কম। আলোচ্য হিসাব বছরে কোম্পানির বিনিয়োগ থেকে আয় সামান্য বেড়ে ৬ কোটি ৬৫ লাখ টাকা হয়েছে। সর্বশেষ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৩১ লাখ টাকা হয়েছে। আলোচ্য হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশে এরই মধ্যে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৫ মে। এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সুদ বাবদ আয় হয়েছে ৩৫ কোটি ৬৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানির সুদ বাবদ আয় কমেছে ২ কোটি ৭৫ লাখ টাকা বা ৭ দশমিক ১৬ শতাংশ। আলোচ্য সময়ে আমানত ও ঋণের বিপরীতে সুদ বাবদ কোম্পানির ২২ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে এ সুদ বাবদ কোম্পানির ২২ কোটি ২৬ লাখ টাকা পরিশোধ করতে হয়েছিল। আলোচ্য প্রান্তিকে কোম্পানির বিনিয়োগ বাবদ আয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যেখানে ৮৪ লাখ টাকা বিনিয়োগ আয় হয়েছিল। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসাব বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা কমেছে ২ কোটি ১ লাখ টাকা বা ৩০ দশমিক শূন্য ৩ শতাংশ।

Share this news