টাকার অবমূল্যায়নের প্রভাবে প্রথমাের্ধ লোকসানে জিপিএইচ ইস্পাত

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের প্রায় ৮৫ কোটি টাকা কর-পরবর্তী নিট লোকসান গুনতে হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে প্রায় ৯৫ কোটি টাকা নিট মুনাফা হয়েছিল। মূলত ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন কারণেই লোকসান গুনতে হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা।গতকাল অনুষ্ঠিত সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে জিপিএইচ ইস্পাতের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির মোট আয় হয়েছে ২ হাজার ৮২২ কোটি ৭৯ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মোট আয় ছিল ১ হাজার ৯৯২ কোটি ২০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মোট আয় বেড়েছে প্রায় ৪২ শতাংশ। মূল্য সংযোজন কর (মূসক), উৎপাদন, প্রশাসনিক, বিক্রয় ও বিতরণ ব্যয় বাদ দিয়ে আলোচ্য সময়ে কোম্পানিটির ২৩৮ কোটি ৪৭ লাখ টাকা পরিচালন মুনাফা হয়েছে, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ২৩০ কোটি ৪৬ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির ২৬৬ কোটি ৩৪ লাখ টাকা আর্থিক ব্যয় হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে এ খাতে ব্যয় ছিল ১০৪ কোটি ৫৬ লাখ টাকা। এতে আলোচ্য সময়ে কোম্পানিটিকে ৮৪ কোটি ৯৯ লাখ টাকা কর-পরবর্তী নিট লোকসান গুনতে হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে ৯৪ কোটি ৯৪ লাখ টাকা নিট মুনাফা হয়েছিল। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৪ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৫ পয়সা।এদিকে চলতি ২০২২-২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার ৫০৯ কোটি টাকা মোট আয় হয়েছে জিপিএইচ ইস্পাতের, যেখানে আগের বছরের একই সময়ে মোট আয় ছিল ১ হাজার ৪৮ কোটি ৯৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মোট আয় বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। মূসক, উৎপাদন, প্রশাসনিক, বিক্রয় ও বিতরণ ব্যয় বাদ দিয়ে আলোচ্য সময়ে কোম্পানিটির ১১৫ কোটি ৪৮ লাখ টাকা পরিচালন মুনাফা হয়েছে, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ১১৮ কোটি ৬২ লাখ টাকা। তবে কর বাবদ ব্যয় বেড়ে যাওয়ার কারণে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটিকে ৫ কোটি ৫৯ লাখ টাকা নিট লোকসান গুনতে হয়েছে, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪৯ কোটি ৯৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির চলতি কর বাবদ ২৩ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে চলতি কর বাবদ ব্যয় ছিল ২ কোটি ১৩ লাখ টাকা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮ পয়সা।এ বিষয়ে জানতে চাইলে জিপিএইচ ইস্পাতের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এইচএম আশরাফ-উজ-জামান বণিক বার্তাকে বলেন, ‘মূলত ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নজনিত ক্ষতির কারণে প্রথমার্ধে কোম্পানিকে লোকসান গুনতে হয়েছে। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে স্থানীয় মুদ্রার অবমূল্যায়নজনিত প্রভাব কিছুটা প্রশমিত হলেও বাড়তি করের বোঝা বহন করতে গিয়ে লোকসান হয়েছে। তবে আশা করছি সামনের প্রান্তিকগুলোয় কোম্পানির আর্থিক পারফরম্যান্স আরো ভালো হবে।