স্বর্ণের দাম বাড়ায় বিপাকে কারিগরসহ সংশ্লিষ্টরা

Date: 2023-07-25 18:00:08
স্বর্ণের দাম বাড়ায় বিপাকে কারিগরসহ সংশ্লিষ্টরা
স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় সঙ্কটে পড়ছে খাত সংশ্লিষ্ট কারিগর, বণিক আর ছোট দোকানদাররা। বিয়ে বা একান্ত প্রয়োজন ছাড়া মধ্যবিত্তের কমেছে শখের স্বর্ণালঙ্কার তৈরি। ফলে সারাদেশে ছোট ছোট স্বর্ণের দোকানগুলো টিকে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বিদেশ থেকে স্বর্ণ আনতে শুল্ক বাড়ানোর প্রভাব পড়েছে এই খাতে।তাঁতিবাজার নাম হলেও তাতের শাড়িতে নয়, মূলত স্বর্ণ ব্যবসার জন্য প্রসিদ্ধ এই বাজার। দেশের বিভিন্ন পুরনো স্বর্ণ এনে গলিয়ে আবার পাইকারি বিক্রি থেকে স্বর্ণালঙ্কার তৈরির অর্ডার দিয়ে সারা দেশ থেকে স্বর্ণ ব্যবসায়ীরা আসেন এই বাজারে। দেশের সবচেয়ে পুরনো ও বড় স্বর্ণ বাজারের ব্যবসায়ীরা বলছেন ধারাবাহিক ভাবেই স্বর্ণের বিক্রি এ অলংকারের অর্ডার।আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় সর্বশেষ প্রতি ভরি স্বর্ণের দাম লাখ টাকা ছাড়ানোর পর ব্যবসার অবস্থা আরও খারাপ হয়েছে এখানে। ক্রেতারা এখন বলছেন স্বর্ণের গহনা কেনা এখন দিবা স্বপ্ন।শুধু তাই নয় পুরনো স্বর্ণ বিক্রি বা বন্ধক রাখাও কমে গেছে এখানে। বাজারে স্বর্ণালংকার কেনার ক্রেতা নেই। অথচ অন্যান্য বছর এ সময়ে গয়না কেনার জন্য দোকানে ভিড় থাকে।এদিকে এবারের বাজেটে বিদেশ থেকে স্বর্ণ আনার ব্যাগেজ রুল পরিবর্তন ও শুল্কারোপের প্রভাবে প্রবাসীদের স্বর্ণের বার আনার প্রবণতাও কমেছে। সেখানেও ব্যবসা কমেছে।আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বাড়ে কিনা সে শঙ্কায় আছেন খাত সংশ্লিষ্টরা। আর ব্যবসা এমন ধারায় চললে ক্ষুদ্র হাজারো পুরনো বণিক, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা কারিগরের জীবিকা বিলীন হতে পারে বলে জানিয়েছেন তারা।

Share this news