স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

Date: 2024-10-30 17:00:10
স্বর্ণ ও রুপার আজকের বাজারদর
দেশের বাজারে আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। এছাড়া রুপাও বিক্রি হবে নতুন দামে। যা দেশের ইতিহাসে স্বর্ণ ও রুপার সর্বোচ্চ দাম।সবশেষ বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার স্বর্ণের ২২ ক্যারেটের এক ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা ও ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, আজ থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৬ হাজার ৫২০ টাকায়।এছাড়া প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ২ হাজার ৭৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ১ হাজার ৬৮০ টাকায়। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৮ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৭ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার। তবে চলতি বছর এই প্রথম বাড়ানো হলো রুপার দাম।

Share this news