স্বপ্নে পাওয়া যাবে রাঙ্গামাটি ফুডের বিভিন্ন পণ্য

Date: 2024-03-05 20:00:10
স্বপ্নে পাওয়া যাবে রাঙ্গামাটি ফুডের বিভিন্ন পণ্য
দেশের বৃহত্তম চেইন সুপারশপ স্বপ্নে পুঁজিবাজারের ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডের উৎপাদিত বিভিন্ন পণ্য পাওয়া যাবে। স্বপ্ন এখন থেকে রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। সম্প্রতি স্বপ্নের সাথে এ সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন করেছে রাঙামাটি ফুড প্রোডাক্টস।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই ব্যবসায়িক চুক্তির ফলে রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডের উৎপাদিত পণ্য- সস, জ্যাম, জেলি, আচার, মধুসহ বিভিন্ন পণ্য স্বপ্ন এর সকল বিক্রয়কেন্দ্রে বিক্রয় এর জন্য প্রদর্শিত হবে।রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডের উৎপাদিত পণ্যের মধ্যে আছে অ্যাপল জ্যাম, ম্যাঙ্গো জ্যাম, পাইনাপল জ্যাম, মিক্সড ফ্রুট জ্যাম, ম্যাঙ্গো জেলি, পাইনাপল জেলি, অ্যাপল জেলি, অরেঞ্জ জেলি, মিক্সড ফ্রুট জেলি, আমের আচার, জলপাইয়ের আচার, মিশ্র ফলের আচার, রসুনের আচার, সয়া সস, টমেটো সস, চিলি সস, রসুনের সস, ঘি, মধু।পাশাপাশি কোম্পানিটি মরিচের গুড়া, হলুদ গুড়া, ধনিয়া গুড়া, জিরার গুড়া, মাছের মসলা, গরুর মাংসের মসলা, খাসির মাংসের মসলা, চিকেন মসলা, ভিনেগার ইত্যাদি পণ্য উৎপাদন করে থাকে।

Share this news