স্বল্প সময়ে মুনাফা সংগ্রহের চাপে পতন

Date: 2023-03-14 17:00:16
স্বল্প সময়ে মুনাফা সংগ্রহের চাপে পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সব ধরনের সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন লেনদেন বেড়ে সাড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার বাজার শুরুর দিকে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দিন শেষে শেয়ার বিক্রির চাপে পতন ঘটে। কারণ বিনিয়োগকারীদের মাঝে স্বল্প সময়ে মুনাফা সংগ্রহের প্রবণতা ছিল বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। এ চাপের কারণে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।বাজার সংশ্লিষ্টরা বলছেন, সুবিধাবাদী বিনিয়োগকারীদের মুনাফা সংগ্রহের প্রবণতার কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। স্বল্পমেয়াদি মুনাফা সংগ্রহসহ পোর্টফোলিও নতুন করে সাজানোর বিষয়টিও লক্ষ করা গেছে। এ কারণে নতুন শেয়ার নির্বাচনের জন্য প্রতিনিয়ত স্বল্প সময়ে শেয়ার কম লাভে বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা। তাই বাজার ইতিবাচক অবস্থায় শুরু হলেও তা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। কারণ পরবর্তী সময়ে বিক্রির চাপে সূচক নেতিবাচক অবস্থায় পৌঁছে। এদিকে বিনিয়োগকারীরা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে অবস্থান নেয়ার তুলনায় স্বল্প মেয়াদে মুনাফা তোলা বেশি পছন্দ করছেন। সেই সঙ্গে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বাজারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা রয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা ভ্রমণ খাতের শেয়ারদর বেড়েছে শূন্য দশমিক ৭০ শতাংশ। শেয়ারদর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে ছিল টেলিকমিউনিকেশন খাত। এ খাতে গতকাল শূন্য দশমিক ৬০ শতাংশ শেয়ারদর বেড়েছে। শূন্য দশমিক ২০ শতাংশ শেয়ারদর বেড়ে গতকাল তৃতীয় স্থানে ছিল জীবন বিমা খাত। এদিকে গতকাল সাধারণ মিউচুয়াল ফান্ড, প্রকৌশলী, ব্যাংক এবং সিমেন্ট খাতের শেয়ারদর বৃদ্ধি ও কমায় কোনো পরিবর্তন হয়নি।অপরদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে সাধারণ বিমা খাতের। এ খাতে গতকাল শূন্য দশমিক ৯০ শতাশ শেয়ারদর কমেছে। দ্বিতীয় স্থানে থাকা পাট খাতের শেয়ারদর শূন্যদশমিক ৮০ শতাংশ কমেছে। শূন্য দশমিক ৭০ শতাংশ শেয়ারদর কমে তৃতীয় স্থানে ছিল আইটি খাত।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি খাতে। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ২০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা জীবন বিমা খাতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে। ১৫ দশমিক ৯০ শতাংশ লেনদেন হওয়া ওষুধ ও রসায়ন খাত রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতে ডিএসইর মোট লেনদেনের ১০ শতাংশ লেনদেন হয়েছে।স্টক এক্সচেঞ্জ সূত্রমতে, ডিএসইতে ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩১ দশমিক ৯৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ২১৭ দশমিক ৬৭ পয়েন্টে ও এক হাজার ৩৫৫ দশমিক ১৬ পয়েন্টে।এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১টি এবং কমেছে ১০২টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০১টির।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে সাত কোটি চার লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে আট কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৮টির এবং পরিবর্তন হয়নি ৮৩টির।এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯০ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৮০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৩৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৬ দশমিক ৬০ পয়েন্ট ও সিএসআই দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩২১ দশমিক ৬৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৩০ দশমিক ২২ পয়েন্টে, ১১ হাজার ২৩ দশমিক ৬৯ পয়েন্টে ও এক হাজার ১৫৬ দশমিক ৭২ পয়েন্টে।

Share this news