স্বল্প পরিসরে শেয়ারবাজারে শিক্ষার্থীদের বিনিয়োগের আহবান

শেয়ারবাজারের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষার্থীদের মিউচুয়াল ফান্ড ও মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারে স্বল্প পরিসরে বিনিয়োগের আহবান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র জিএম (এইচআর অ্যান্ড এডমিন) ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আসাদুর রহমান।আজ (০৬ মার্চ) সোমবার আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ক্যারিয়ার এনহ্যান্সমেন্ট ক্লাবের শিক্ষার্থীবৃন্দের একটি প্রতিনিধিদল তাদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ডিএসই পরিদর্শনে আসে। ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির ইনচার্জ সৈয়দ আল আমিন রহমান শিক্ষার্থীদের ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম এবং শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়সমূহ সম্পর্কে অবহিত করেন।পরবর্তীতে ডিএসই’র সিনিয়র জিএম (এইচআর অ্যান্ড এডমিন) ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আসাদুর রহমান ট্রেনিং একাডেমির প্রধান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেনএবং শেয়ারবাজারের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য স্বল্প পরিসরে বিনিয়োগের আহবান জানান।এছাড়াও ডিএসই তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃহৎ পরিসরে দিনব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য আগ্রহ প্রকাশ করেন।