স্বল্প মূলধনীতেই বিনিয়োগকারীদের আগ্রহ

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। গত কয়েক মাসের মত আজ (০২ মার্চ) বৃহস্পতিবার স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। বড় মূলধনী কোম্পানিগুলো ‘ফ্লোর প্রাইস’থেকে উঠে দাঁড়াতে পারেনি। যার কারণে বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কম দেখা গেছে।জানা গেছে,আজ ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানির মধ্যে কেবল একটির মূলধন একশ কোটি টাকার বেশি। একটি ৬০ কোটি টাকার বেশি, একটি ৫০ কোটি টাকার বেশি। বাকি কোম্পানিগুলো ছিল স্বল্প মূলধনী কোম্পানি।ডিএসইর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে,আজ ১০ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল জিলবাংলা সুগার মিলস, যেটির দর টানা ৪৮ কর্মদিবস কমার পর মঙ্গলবার কিছুটা শেয়ারদর বেড়েছিল।৯.৯৮ শতাংশ বেড়েছে টানা ৪৯ কর্মদিবস দর হারানো শ্যামপুর সুগার মিলস। একই হারে বেড়েছে এডিএন টেলিকমের শেয়ারদর। টানা ৪৭ কর্মদিবস দর হারানোর পর ৮.৩০ শতাংশ বেড়েছে খাদ্য খাতের মেঘনা কনডেন্সড মিল্কের দর।শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হল–বিজিআইসি, হাক্কানি পাল্প, জেমিনি সি ফুড, লিগেসি ফুটওয়্যার, ডেল্টা লাইফ এবং আমরা নেটওয়ার্ক।সব মিলিয়ে চারটি কোম্পানির দর প্রায় ১০ শতাংশ, দুটির ৮ শতাংশের বেশি, তিনটির ৫ শতাংশের বেশি, দুটির চার শতাংশের বেশি বেড়েছে। আরও তিনটি কোম্পানির দর ৩ শতাংশের বেশি, সাতটির দর ২ শতাংশের বেশি, ১৬টির দর বেড়েছে এক শতাংশের বেশি।