স্বল্প মূলধনীতে ভর করে জ্বলে উঠেছে শেয়ারবাজার
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গেলো কয়েকদিন টানা পতন হলেও আজ (২৫ অক্টোবর) জ্বলে উঠেছে। আজ দেশেরর প্রধান শেয়ারবাজারের হাঁসির মূলে রয়েছে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ার। স্বল্প মূলধনী কোম্পানির বেশিরভাগ শেয়ারের দর বাড়লেও গতি কম ছিল লেনদেনে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।দেশের দুই স্টক এক্সচেঞ্জে ফ্লোর প্রাইস কার্যকরের পর থেকে অস্বাভাবিকভাবে যেসব স্বল্প মূলধনি কোম্পানির শেয়ারদর বেড়েছিল, গত তিন-চার দিন সেসবের ওপর ‘ঝড়’ বয়ে যাওয়ার পর আবারও উত্থান দেখা গেল। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে বেশ কয়েক দিন পর দরপতনের তুলনায় চার গুণ দরবৃদ্ধি দেখা গেল, তবে বিপুলসংখ্যক শেয়ার এখনও ফ্লোর প্রাইসে গড়াগড়ি খাচ্ছে।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩২৮.১৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯০.৩৯ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৪৩.৭২ পয়েন্টে।ডিএসইতে আজ ৬১৮ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৮৮ কোটি ৭৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৫৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, শেয়ার দর কমেছে ২১টির এবং ২৪৮টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৩.০১ পয়েন্টে। সিএসইতে আজ ২০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দর বেড়েছে, কমেছে ২৯টির আর ১৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।