স্বল্প মূলধনী কোম্পানির জোয়ারে শঙ্কায় শেয়ারবাজার

শেয়ারবাজারে হাওয়ায় ভাসছে ওরিয়ন গ্রুপের আলোচিত চার শেয়ার। যেগুলোর শেয়ার দাম বাড়ছে দুর্বার গতিতে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কারোরই যেন চোখ তুলে তাকানোর সাহস নেই। কোম্পানিটি চারটির বিস্ময়কার উত্থানের পাশাপাশি আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) শেয়ারবাজারে স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারেও জোয়ার নেমেছে।প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা ১০টি কোম্পানির মধ্যে ৫টিই ছিল স্বল্প মূলধনী কোম্পনি। দর বৃদ্ধির শীর্ষ ২০ কোম্পানির ১৫টিই ছিল স্বল্প মূলধনী কোম্পনি। আর বৃদ্ধির শীর্ষ ৩০ কোম্পানির ২১টিই ছিল স্বল্প মূলধনী কোম্পনি।কোম্পানিগুলোর মধ্যে সর্বশেষ বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি, এমন কোম্পানিও উত্থানের তালিকায় উঠে এসেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রায় সবগুলোই নন-মার্জিন শেয়ার এবং বেশিরভাগই ঝুঁকিপূর্ণ তালিকার বাসিন্দা।বাজার বিশ্লেষকরা শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না। তাঁরা বলছেন, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাজার ইতিবাচক দেখাতে কয়েকটি সিন্ডিকেটের হাতে বাজার তুলে দিয়েছেন বলেই মনে হচ্ছে। যারা ইচ্ছেমতো শেয়ারের দাম বাড়াচ্ছে, কমাচ্ছে। যা স্থিতিশীল বাজারের জন্য কোনোভাবেই শুভ নয়। বাজারসংশ্লিষ্টরা আরও বলছেন, শেয়ারবাজারে এখন প্রায় ৯০ ভাগ প্রতিষ্ঠানই অচল হয়ে পড়েছে। মাত্র ১০ ভাগ প্রতিষ্ঠান সচল রয়েছে। যেগুলোর বেশিরভাই কারসাজির শেয়ার। নিয়ন্ত্রক সংস্থার কর্তাব্যক্তিরা দেশে-বিদেশে এখন কারসাজিকারীদের হাতে শেয়ারবাজার ছেড়ে দিয়ে সেমিনার-সিম্পোজিয়াম নিয়েই ব্যস্ত। তাঁরা শঙ্কা প্রকাশ করে বলছেন, শেয়ারবাজারের এই অবস্থা শেয়ারবাজারের জন্য কোনোভাবেই সুফল বয়ে আনবে না।বৃহস্পতিবারের বাজার পযালোচনা:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৬৯.৫০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৯৮ এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৩.৪৭ পয়েন্টে এবং দুই হাজার ৩৬১.৫৬ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২০ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৯০ কোটি ১৯ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির, শেয়ার দর কমেছে ১০৩টির এবং ১৯০টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩২৯.১২ পয়েন্টে। সিএসইতে আজ ২৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর বেড়েছে, কমেছে ৭৬টির আর ১১০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।