সূচকের উত্থানের দিনে লেনদেন কমলো ১২৩ কোটি টাকা
![সূচকের উত্থানের দিনে লেনদেন কমলো ১২৩ কোটি টাকা](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5966/dse-trade-orthosongbad.jpg)
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে ১২৩ কোটি টাকার বেশি।সূত্র মতে, আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২০ পয়েন্টে।অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ও ‘ডিএসই-৩০’ সূচক সমান ৩ পয়েন্ট করে বেড়ে যথাক্রমে ১৩৫৬ ও ২২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ ডিএসইতে ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ১৬ লাখ টাকার।এদিন ডিএসইতে মোট ৩১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, দর কমেছে ৫৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০৮টি কোম্পানির।