সূচকের উত্থানে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যিদিবস

Date: 2024-06-05 21:00:09
সূচকের উত্থানে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যিদিবস
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যিদিবসে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গতদিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।সূত্র মতে, বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে।এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৭ পয়েন্টে।ডিএসইতে আজ মোট ৫৪২ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৩৪ লাখ ১৪ হাজার টাকা।আজ মোট ৩৯৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৫২ কোম্পানির। শেয়ারদর কমেছে ১৬৬ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাকী ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

Share this news