সূচকের উত্থানে লেনদেন শুরু

Date: 2023-05-02 17:00:20
সূচকের উত্থানে লেনদেন শুরু
আজ ০৩ মে, বুধবার সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৬৭ কোটি ৮৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৭ পয়েন্টে।ডিএসইতে ২৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির।এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ৪ কোটি ৩ লাখ ৬০ হাজার ১২৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news