সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১ হাজার কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার (২২ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার কোটি টাকা।ফ্লোর প্রাইজ তুলে নেয়ার পর গতকাল প্রথম লেনদেনের দিন সূচকের পতনে লেনদেন শেষ হলেও, আজ তা কাটিয়ে আবারও উত্থানের মুখ দেখলো ডিএসই।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।LankaBangla securites single pageসূত্র অনুসারে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪৫ পয়েন্ট হারিয়ে ২ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।আজ ডিএসইতে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৮ লাখ টাকা।সোমবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টি কোম্পানির, ১৪৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।