সূচকের উত্থানে লেনদেন ৫৩৯ কোটি টাকা

Date: 2024-07-03 01:00:10
সূচকের উত্থানে লেনদেন ৫৩৯ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০২ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। সেইসাথে লেনদেন ছাড়িয়েছে ৫৩৯ কোটি টাকা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১২ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ ডিএসইতে ৫৩৯ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪০ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা।আজ ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪১ টি কোম্পানির, বিপরীতে ৯৭ কোম্পানির দর কমেছে। আর ৫৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Share this news