সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ২৮৬ কোটি টাকার

Date: 2023-05-08 17:00:09
সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ২৮৬ কোটি টাকার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৩ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ৩০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭ টির, দর কমেছে ৪১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৬৯ লাখ ৮ হাজার টাকা।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫০৫ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ১০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, দর কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৪১ লাখ ৫৯ হাজার টাকা।

Share this news