সূচকের পতনের দিনে লেনদেন বাড়ল শতকোটি টাকা

Date: 2023-03-13 21:00:15
সূচকের পতনের দিনে লেনদেন বাড়ল শতকোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। তবে টাকা অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে শতকোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (১৪ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৩১ পয়েন্টে।একইসঙ্গে ‘ডিএস ৩০’ সূচক ৪ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৫ ও ২২১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ ডিএসইতে ৫৬৩ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১১ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকা।ডিএসইতে মোট ৩৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩১ কোম্পানির। দরপতন হয়েছে ১০২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২০১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

Share this news