সূচকের পতন, লেনদেন ফের ৭০০ কোটির ঘরে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ কমে ৭০০ কোটি টাকার ঘরে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার (৮ মে) এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৭ দশমিক ৭১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে।সেই সঙ্গে ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই-৩০’ ৭ দশমিক ৫৬ পয়েন্ট এবং শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ ০ দশমকি ৬১ পয়েন্ট কমেছে।এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে মোট ৭৫৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকা।সোমবার ডিএসইতে মোট ৩৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ৭৪টির, কমেছে ৬৫টির। বাকি ২২৫টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।