সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে প্রায় ৩৮ শতাংশ

Date: 2024-01-12 16:00:11
সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে প্রায় ৩৮ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। অন্যদিকে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় দশমিক ৯২ শতাংশ বেড়ে ৬ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ২৪৪ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৯৪ পয়েন্টে।শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৯৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৬৩ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪০৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত ছিল ২০০টির। এছাড়া লেনদেন হয়নি ২৬টির।ডিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ১ হাজার ৫৯৭ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৫৪৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৩৯৯ কোটি ৩১ লাখ টাকা।খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে সাধারণ বীমা খাত। ৮ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ খাত। মোট লেনদেনের ৮ দশমিক ৫ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক খাত। আর খাদ্য খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ১ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইর ইতিবাচক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল ভ্রমণ, প্রযুক্তি ও কাগজ খাত। এ তিন খাতে যথাক্রমে ৬ দশমিক ৯ শতাংশ, ৫ দশমিক ৪ ও ৪ দশমিক ৯ শতাংশ রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল পাট খাত। এ খাতে রিটার্ন কমেছে দশমিক ৯ শতাংশ।অন্যদিকে গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৮৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৫০৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১১ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৬৯ পয়েন্টে।সিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে ৩৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩১ কোটি ১৩ লাখ টাকা। এ সময়ে সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২৬টির, অপরিবর্তিত রয়েছে ১৩০টির।

Share this news