সূচকের নামমাত্র উত্থানে লেনদেন বেড়েছে ৭১ কোটি

Date: 2023-05-08 21:00:18
সূচকের নামমাত্র উত্থানে লেনদেন বেড়েছে ৭১ কোটি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিনও ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ (৯ মে) ডিএসইতে ৮৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭১ কোটি ৭৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৫৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০০ পয়েন্টে।এদিন লেনদেনে অংশ নেয়া ৩৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, ৫৭টির দর কমেছে, ২০৯টির দর অপরিবর্তিত রয়েছে।

Share this news