সূচকের মিশ্রতায় লেনদেনে পিছুটান

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, দর কমেছে ৬৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৯ টির। ডিএসইতে ৭১১ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩২ কোটি ৩১ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৭৪৪ কোটি ২৯ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৫ পয়েন্টে। সিএসইতে ২৪৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮১ টির দর বেড়েছে, কমেছে ৪৩টির এবং ১২২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।