সূচকের মিশ্রাবস্থায় সামান্য লেনদেন বৃদ্ধি
![সূচকের মিশ্রাবস্থায় সামান্য লেনদেন বৃদ্ধি](https://stocknews.zubaer.com/images/stock-news-bangladesh-zubaer.jpg)
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২১ পয়েন্টে।দিনভর লেনদেন হওয়া ২৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪ টির, দর কমেছে ১৪২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪১ টির।ডিএসইতে ৩২৬ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৮ কোটি ৫৭ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ১৫ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৩ পয়েন্টে।সিএসইতে ১২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দর বেড়েছে, কমেছে ৬২টির এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৪৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।