সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেয়ারবাজারে কমেছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের তুলনায় কমেছে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।daraz-300x300এক্সচেঞ্জটির দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩ দশমিক ৬২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে।প্রধান সূচক বাড়লেও আজ ডিএসই’র অপর সূচক ‘ডিএসই ৩০’ এদিন ১ দশমিক ১৪ পয়েন্ট হারিয়েছে। এছাড়া শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ বেড়েছে ৪ দশমিক ৭১ পয়েন্ট।বৃহস্পতিবার, ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, বিপরীতে ৮০টি কোম্পানির শেয়ারদর কমেছে। বাকি ২২৭টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।সূচকের মিশ্র প্রতিক্রিয়ার দিনে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। আগের কার্যদিবসে (বুধবার) ডিএসইতে ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ লেনদেন হয়েছে ৭৯৭ কোটি ৯৩ লাখ টাকা।