সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন
![সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/3943/dse-orthosongbad-2.jpg)
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ (২৭ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৬ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করছে। আর শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক অপরিবর্তিত থেকে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ ডিএসইতে ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৮০ লাখ টাকার।এদিন লেনদেন হওয়া ৩১৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৩৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬০টির।