সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৯ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সোমবার ডিএসইতে ১ হাজার ৪১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ২৪৭ কোটি ৬৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।LankaBangla securites single pageবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৫ পয়েন্টে।ডিএস৩০ সূচক ৪৭ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৪ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৮২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৯ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।