সূচক উত্থানের স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নি

Date: 2022-09-11 01:25:50
সূচক উত্থানের স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নি
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস (১১ সে‌প্টেম্বর) রোববার সূচক ক‌মেছে ২১.৭২ পয়েন্ট। সূচ‌কের এমন পত‌নেও সূচক টে‌নে উঠা‌নোর স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো তিন কোম্পানির। এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ১৪.৮০ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে বে‌ক্সিম‌কো লি‌মি‌টেড, বে‌ক্সিম‌কো ফার্মা এবং ক‌হিনুর কে‌মিক‌্যালস লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বে‌ক্সিম‌কো লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৫৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯.১৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৯ টাকা ৪০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বে‌ক্সিম‌কো ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.২৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৯০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৯ টাকা ৩০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল ক‌হিনূর কে‌মিক‌্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৪৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৭৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭৯ টাকায়।

Share this news