সূচক উত্থান হলেও মন্দাবস্থায় শেয়ারবাজার

Date: 2022-10-06 07:00:10
সূচক উত্থান হলেও মন্দাবস্থায় শেয়ারবাজার
: আজ বৃহস্পতিবার, ০৬ অক্টোবর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২০.৮১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।জানা যায়, আজ ০৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৬৯.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৩.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৬১.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৮১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৪১৪টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৩৫১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকা।গত কার্যদিবসে অর্থাৎ ০৪ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪১ শতাংশ বা ২৬.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৪৪.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩০.৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৪৩.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ১১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ১৪৭টি শেয়ার ১ লাখ ৮৪ হাজার ৩৮০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ২৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২০ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার টাকা।এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৪৩.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৯ হাজার ৩৩২.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৭ টির, কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯১ লাখ ৯১ হাজার ৩২৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৯৫৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৫ লাখ ৭০ হাজার ৬৩০ টাকা।

Share this news