সূচক ও লেনদেনে পিছুটান শেয়ারবাজারে

Date: 2023-05-14 01:00:47
সূচক ও লেনদেনে পিছুটান শেয়ারবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও।এরই ফলে সূচক ও লেনদেনের পিছুটানে সপ্তাহ শুরু করেছে শেয়ারবাজার। এদিন অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, দর কমেছে ১০৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৬ টির। ডিএসইতে ৬৩৬কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৬২ কোটি ৭ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৭৯৮কোটি ৫৬ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৬ পয়েন্টে। সিএসইতে ১৭৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৩ টির দর বেড়েছে, কমেছে ৬৩টির এবং ৮২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news