সূচক ও লেনদেন কমেছে

Date: 2022-09-13 18:39:40
সূচক ও লেনদেন কমেছে
গত সপ্তাহে টানা তিন কার্যদিবস উত্থান হয়েছিল দেশের পুঁজিবাজারে। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখিতা দেখা যাচ্ছে পুঁজিবাজারে। এর মধ্যে গতকাল ডিএসইতে সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতেও সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ঊর্ধ্বমুখী ছিল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। এর পর থেকেই পয়েন্ট হারাতে শুরু করে সূচকটি। দিনভর উত্থান-পতনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৫২৮ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে গতকাল ১ হাজার ৩৬০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৬৯১ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত ছিল ১৩৯টির বাজারদর।

Share this news