সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনেদেনও বেড়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র মতে, দিনভর ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২১৪ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, দর কমেছে ২৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২৭টির।ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৩ লাখ টাকার।