সূচক বাড়লেও লেনদেনে শ্লথগতি
গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের সামান্য ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এদিন সূচক বাড়লেও প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেনের গতি ছিল শ্লথ। সার্বিক বিবেচনায় কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট গত সোমবারের বিঘ্ন বাদ দিলে গত দুই মাসের অধিক সময়ের মধ্যে সর্বনিম্ন লেনদেন ছিল গতকাল। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বাড়তে দেখা যায়। মাঝে সূচকটি প্রায় ৫০ পয়েন্ট বাড়লেও শেয়ার বিক্রির চাপে তা ধরে রাখতে পারেনি। দিন শেষে এর আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আনোয়ার গ্যালভানাইজিং, বসুন্ধরা পেপার মিলস ও পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ারের।ডিএসইতে গতকাল ৬২৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে এক্সচেঞ্জটিতে কারিগরি ত্রুটির জন্য ৩৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে। তবে সোমবারের ত্রুটি-সংক্রান্ত এ লেনদেন বাদ দিলে চলতি বছরের ১১ আগস্টের পর সর্বনিম্ন লেনদেন ছিল গতকাল। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২১টির আর অপরিবর্তিত ছিল ২৪৮টি সিকিউরিটিজের বাজারদর।সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সিএসইতে ২০ কোটি ৬৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।