সূচক বাড়লেও লেনদেন তলানিতে

Date: 2022-11-15 20:00:13
সূচক বাড়লেও লেনদেন তলানিতে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উ্থানে লেনেদেন শেষ হয়েছে। আজও ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। তবে ডিএেইতে টাকার অংকে লেনদেন তলানিতে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বুধবার ডিএসইতে ৪৬৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ৯২ কোটি ৪০ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৬০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।LankaBangla securites single pageবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে।অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।আজ ডিএসইতে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news