সুদিন ফেরার ইঙ্গিত শেয়ারবাজারে
![সুদিন ফেরার ইঙ্গিত শেয়ারবাজারে](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6468/image-218631-21.jpg)
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবারও উত্থানের মাধ্যমে শেষ হয়েছিল লেনদেন। ডিএসই-সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, গত সপ্তাহে মন্ত্রীসভার বৈঠকে বন্ডকে এক্সপ্রোজার লিমিটের বাহিরে রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরপর মিউচ্যুয়াল ফান্ডগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগ ৬০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৮০ শতাংশ করার কারণে বাজারে তারল্য বৃদ্ধির সম্ভাবনা তৈরী হয়েছে। যার প্রভাবে ইতোমধ্যে শেয়ারবাজারে সুদিন ফেরার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।রোববারের শেয়ারবাজারের পর্যালোচনা:আজ রোববার (০২ এপ্রিল) ডিএসইতে ৫৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলোনায় ১৩৪ কোটি ৯৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।আজ ডিএসই প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ পয়েন্টে।আজ ডিএসইতে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।