স্ট্যান্ডার্ড সিরামিকের লোকসান বেড়েছে

Date: 2023-04-01 21:00:19
স্ট্যান্ডার্ড সিরামিকের লোকসান বেড়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ কোম্পানির লোকসান পরিমান বেড়েছে। লোকসান বৃদ্ধি পাওয়াতে, কোম্পানিটির পরিচালন ব্যয় জোগাতে লোনের দিকে ঝুঁকবে বলে জানিয়েছে কোম্পানির একাধিক কর্মকর্তা।তারা বলছেন, স্ট্যান্ডার্ড সিরামিক সর্বশেষ দুই প্রান্তিক (জুলাই-ডিসেম্বর ২০২২ সাল) হিসেবে লোকসান পরিমান দাঁড়িয়েছে ২ কোটি ৭৯ টাকা। ২য় প্রান্তিকে বা ৩ মাস (অক্টোবর-ডিসেম্বর ২০২২ সাল) হিসেবে লোকসান পরিমান দাঁড়ায় ৮৫ লাখ ৯২ কোটি টাকা। কোম্পানিটিতে পরিশোধিত মূলধন ৬ কোটি ৪৬ লাখ টাকা। শেয়ার সংখ্যা ৬৪ লাখ ৬০ হাজার ৬৫০টি। কোম্পানিতে কোন রিজার্ভ। বরং এটি নেগেটিভে রয়েছে। গুনতে হচ্ছে লোনের বোঝা। সবমিলিয়ে বেকায়দায় পড়েছে কোম্পানিটি।এদিকে স্ট্যান্ডার্ড সিরামিকের দ্বিতীয় প্রান্তিক বা শেষ তিন মাস (অক্টোবর-ডিসেম্বর ২০২২ সাল) হিসেবে লোকসান বেড়েছে ৪৫৩৩ দশমিক ৩৩ শতাংশ। আর দুই প্রান্তিকে বা ৬ মাস (জুলাই-ডিসেম্বর ২০২২ সাল) হিসেবে লোকসান কমেছে ৯ দশমিক ৪৫ শতাংশ। তবে কোম্পানিটি দুই প্রান্তিকেই লোকসান পরিমান গুনতে হয়েছে।কোম্পানিটির চলতি অর্থবছরের (২০২২-২০২৩) প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ দশমিক ৩০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২ দশমিক ৫৪ টাকা। এ হিসাবে লোকসান কমেছে দশমিক ২৪ টাকা বা ৯ দশমিক ৪৫ শতাংশ।কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ দশমিক ৩৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল দশমিক শূন্য ৩ টাকা। এ হিসাবে লোকসান পরিমান বেড়েছে ১ দশমিক ৩৬ টাকা বা ৪৫৩৩ শতাংশ।২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ৩৩ টাকায়। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশে এমন তথ্য বেরিয়ে আসে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানা যায়।

Share this news