স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

Date: 2023-05-20 01:00:11
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মো. হুমায়ুন কবিরকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।গত ১১ মে বিএসইসি থেকে এ সংক্রান্ত চিঠি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।বিএসইসির চিঠিতে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৯ মার্চ ও ৬ এপ্রিলের প্রস্তাব যাচাই শেষে মো. হুমায়ুন কবিরকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে সম্মতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ২০১৮ সালের ৩০ জুনের কমিশনের বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-৫৮/২০৭ নির্দেশনার ১(২)(সি) শর্তটি পরিপালন করতে হবে।উল্লেখ্য, ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৩ কোটি ৩০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩৫.৭২ শতাংশ। কোম্পানিটির শনিবার (২০ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ৪৫.১০ টাকায়।

Share this news