শতভাগ কোম্পানির শেয়ারদর কমেছে দুই খাতে

Date: 2022-09-26 11:00:14
শতভাগ কোম্পানির শেয়ারদর কমেছে দুই খাতে
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে আজ (২৬ সেপ্টেম্বর) সোমবার দুই খাতে শেয়ারদর কমেছে সবগুলো কোম্পানির। এতে করে দুই খাতের বিনিয়োগকারীদের খারাপ সময় কেটেছে। এই দুই খাতের মধ্যে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত এবং পাট খাত। গতকাল এই দুই খাতের সবগুলো কোম্পানিরই শেয়ারদর বেড়েছিলো। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই দুই খাতের মধ্যে ভ্রমণ ও অবকাশ খাতের তিনটি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭৭ কোটি ৫০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৬.৩৪ শতাংশ।অপরদিকে, পাট খাতের তিনটি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৮৮ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ০.২৪ শতাংশ।আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৩০০ কোটি ১৭ লাখ টাকা।

Share this news