স্টক লভ্যাংশে অনুমোদন দেয়নি বিএসইসি

Date: 2022-12-01 20:00:07
স্টক লভ্যাংশে অনুমোদন দেয়নি বিএসইসি
পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। নিয়ম অনুসারে এ লভ্যাংশ অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চাইলে তাতে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি।বে লিজিংয়ের পর্ষদ সর্বশেষ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করার পর এতে শেয়ারহোল্ডারদের অনুমোদনও নেয়া হয়েছিল। চলতি বছরের ৩০ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এতে অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৬ অক্টোবর। এ স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতির ফলে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য নতুন সিদ্ধান্ত আসতে পারে।২০২১ হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৮০ পয়সায়।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বে লিজিং। আগের হিসাব বছরে শেয়ারহোল্ডারদের সর্বমোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বে লিজিং। ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫ শতাংশ স্টক লভ্যাংশের পাশাপাশি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। তার আগে ২০১৬ ও ২০১৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ২৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৭৪ পয়সা। আর তৃতীয় প্রান্তিকের কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৯৫ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৭ টাকা ৮২ পয়সায়।২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বে লিজিংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভ ১২৬ কোটি ৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩০ দশমিক শূন্য ৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ১৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।

Share this news