স্টক ডিভিডেন্ডে সম্মতি পায়নি ইউসিবি

Date: 2024-05-20 21:00:09
স্টক ডিভিডেন্ডে সম্মতি পায়নি ইউসিবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড বিতরণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। যার মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।ব্যাংকটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৩ মে নির্ধারণ করা হয়েছে। কিন্তু স্টক ডিভিডেন্ড বিতরণে এখনো সম্মতি দেয়নি বিএসইসি। ফলে স্টক ডিভিডেন্ড বিতরণে এ তারিখটি প্রযোজ্য হবে না।তবে ব্যাংকটির ৪১তম এজিএম এবং ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে ঘোষিত রেকর্ড ডেট প্রযোজ্য হবে। অর্থাৎ এই তারিখে যাদের হাতে ইউসিবির শেয়ার থাকবে, তারা ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাবে।বিএসইসির অনুমোদন পেলে স্টক ডিভিডেন্ডের জন্য নতুন রেকর্ড ডেট ঘোষণা করা করা হবে বলে জানিয়েছে ব্যাংকটি।

Share this news