স্থবির পুুঁজিবাজার: প্রয়োজন বড় বিনিয়োগকারী সাপোর্ট
: আজ রোববার ৮ জানুয়ারি সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচক পতনের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১২.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।জানা যায়, আজ ০৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯২.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫৩৫টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৬৬০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা।গত কার্যদিবসে অর্থাৎ ০৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ১৯৩.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫৩.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৯৩.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃৃদ্ধি পায় ৩৬টির, কমে ১৩২ টির এবং অপরিবর্তিত রয় ১৭০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১০.৬৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৭১ লাখ ০৬হাজার ৪৯৪টি শেয়ার ৬৯ হাজার ৩২৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩১৮ কোটি ০১ লাখ ৫৪ হাজার টাকা।সে হিসেবে আজ লেনদেন কমছে ৩৩ কোটি ৮১ লাখ ৫১ হাজার টাকা।এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৭.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩০৬.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৫টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৩২ লাখ ৯৪ হাজার ১৩৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৪৪ লাখ ০৮ হাজার ৬৬৪ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার ৪৭৪ টাকা।