সর্বোচ্চ লোকসানে জেড গ্রুপের দুই কোম্পানির বিনিয়োগকারীরা

Date: 2023-09-01 05:00:08
সর্বোচ্চ লোকসানে জেড গ্রুপের দুই কোম্পানির বিনিয়োগকারীরা
বিদায়ী মাসে অর্থাৎ আগস্ট মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেড গ্রুপের দুই কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ লোকসান গুণেছে। কোম্পানিগুলোর সর্বোচ্চ সাড়ে ১৭ শতাংশ পর্যন্তু শেয়ারদর কমেছে। এই দুই কোম্পানির মধ্যে রয়েছে জুট স্পিনার্স এবং ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ রিমিটেড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই দুই কোম্পানির মধ্যে গেলো সামে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে জুট স্পিনার্সের। একমাসে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬৯ টাকা ৬০ পয়সা বা ১৭.৪২ শতাংশ। আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছিল ৩৯৯ টাকা ৫০ পয়সা। সেখান থেকে একমাসে শেয়ারদর কমে অবস্থান করছে ৩২৯ টাকা ৯০ পয়সায়।ইমাম বাটনের শেয়ারদর কমেছে ২২ টাকা ১৭.১৩ শতাংশ। আগস্ট মাসে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছিল ১২৮ টাকা ৪০ পয়সা। সেখান থেকে একমাসে শেয়ারদর কমে অবস্থান করছে ১০৬ টাকা ৪০ পয়সায়।

Share this news