সপ্তাহজুড়ে উত্তরা ব্যাংকের সর্বোচ্চ দরপতন

Date: 2023-04-28 21:00:12
সপ্তাহজুড়ে উত্তরা ব্যাংকের সর্বোচ্চ দরপতন
বিদায়ী সপ্তাহে (২৪-২৭ এপ্রিল) দেশের শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজারে এই চার কার্যদিবসে ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে উত্তরা ব্যাংক লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণ সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৭ কোটি ৭৩ লাখ ৫১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার টাকা।শ্যামপুর সুগার মিলস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ। আর ৮ দশমিক ৩৭ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।টপটেন লুজার বা দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি, সমতা লেদার, আলহাজ টেক্সটাইল, তশরিফা ইন্ডাষ্ট্রিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার মিলস এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

Share this news