সপ্তাহজুড়ে সূচক পতনে স‌র্বোচ্চ চেষ্টায় চার কোম্পানির

Date: 2022-10-08 11:00:11
সপ্তাহজুড়ে সূচক পতনে স‌র্বোচ্চ চেষ্টায় চার কোম্পানির
গেলো সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বে‌ড়েছে সা‌ড়ে ৫৬ পয়েন্ট। সূচকের এমন উত্থা‌নেও সূচক‌কে টে‌নে নামা‌নোর স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো চার কোম্পানি। এই সচার কোম্পানির দায়ে গেলো সপ্তাহে ডিএসইর সূচক কমেছে ২১ পয়েন্ট। গেলো সপ্তাহে সূচককে টেনে নামানোর সর্বোচ্চ দায়ে থাকা এই চার কোম্পানির মধ্যে রয়েছে বে‌ক্সিম‌কো, আই‌ডিএল‌সি ফাইন‌্যান্স, শাহ‌জিবাজার পাওয়ার এবং লাফার্জ‌হোল‌সিম বাংলা‌দেশ লি‌মি‌টেড। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, গেলো সপ্তাহে সূচককে টেনে নামানোর সর্বোচ্চ চেষ্টায় ছিলো বে‌ক্সিম‌কো লিমিটেড। গেলো সপ্তাহে সূচককে টেনে নামানোর চেষ্টায় কোম্পানিটির দায় ছিলো ৪.৬০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ১৩১ টাকা ৩০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌র চেষ্টায় দ্বিতীয় কোম্পানি ছিল আই‌ডিএল‌সি ফাইন‌্যান্স লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানিটির সূচক টেনে নামানোর চেষ্টায় দায় ছিল ২.৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ৭৪ টাকা ৭০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌র চেষ্টায় তৃতীয় কোম্পানি ছিল শাহ‌জিবাজার পাওয়ার লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানিটির সূচক টেনে নামানোর চেষ্টায় দায় ছিল ২.৪০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ৮৫ টাকায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌র চেষ্টায় ৪র্থ কোম্পানি ছিল লাফার্জ‌হোল‌সিম বাংলা‌দেশ লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানিটির সূচক টেনে নামানোর চেষ্টায় দায় ছিল ২.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ৭৪ টাকায়।

Share this news