সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেনের চমক

Date: 2023-06-23 17:00:06
সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেনের চমক
বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে ১ হাজার ৯৯৯ কোটি ৮৬ লাখ টাকার বাজার মূলধন বেড়েছে।বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৫২৯ কোটি ১৮ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৫২৯ কোটি ৪ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ৯৯৯ কোটি ৮৬ লাখ টাকা বেড়েছে।বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৯৫৮ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৯১১ কোটি ১৩ লাখ টাকা কমেছে।সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স .৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক .৫৫পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক .২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২ পয়েন্টে এবং ২ হাজার ১৮৭ পয়েন্টে।বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬২ টির, কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ২৬ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ১০১ কোটি ৫৫ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৭৯৬ কোটি ৭১ লাখ টাকার।সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই .৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩১১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৫টির দর বেড়েছে, ৩৬টির দর কমেছে এবং ১৬০ টির দর অপরিবর্তিত রয়েছে।

Share this news