সপ্তাহজুড়ে সি পার্ল বিচের সর্বোচ্চ দরপতন

Date: 2023-05-05 21:00:08
সপ্তাহজুড়ে সি পার্ল বিচের সর্বোচ্চ দরপতন
বিদায়ী সপ্তাহে (৩০ এপ্রিল-৩ মে) দেশের শেয়ারবাজারে তিন কার্যদিবস লেনদেন হয়েছে। এই তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৭২ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৩৩৩ টাকা।এপেক্স ফুটওয়্যার লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ। আর ৯ দশমিক ১৮ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড।টাপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক, আমরা টেকনোলজিস, ওরিয়ন ইনফিউশন, উসমানিয়া গ্লাস শিট, অ্যারামিট, বিডি মনোস্পুল পেপার ও বিডি অটোকার্স লিমিটেড।

Share this news